ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চাঁদপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধি
🕐 ৩:০৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৭ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (২৯ জুন) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের করোনা পজিটিভের বিষয়টি আমরা সোমবার রাতে নিশ্চিত হয়েছি। এখনও পর্যন্ত রিপোর্ট হাতে এসে পৌঁছেনি। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান সবুজ জানান, করোনা পজিটিভ হওয়ার পর থেকেই পুলিশ সুপার তার নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। পুলিশ সুপারের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৬ জন। এদের মধ্যে অর্ধশতাধিক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫৭ জন নারী-পুরুষ মারা গেছেন।

 
Electronic Paper