ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রাজিলে এক সপ্তাহে আক্রান্ত আড়াই লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:২১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

ব্রাজিল ভাইরাস সংক্রমণের রেকর্ড সপ্তাহ পার করল। রোববার পর্যন্ত গত সাতদিনে দেশটিতে ২ লাখ ৫৯ হাজার ১০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। এছাড়া দেশটি করোনায় মৃত্যুর সংখ্যার দিক থেকেও দ্বিতীয় সর্বোচ্চ সপ্তাহ পার করলো।

গত সাতদিনে মারা গেছে ৭ হাজার ৫ জন। এর আগের সপ্তাহে তা ছিল ৭ হাজার ২৮৫ জন।

বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। দেশটি মহামারি মোকাবেলায় কৌশল প্রণয়নে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে ব্রাজিলের বিভিন্ন শহর এবং বিশ্বের একাধিক শহর যেমন লন্ডন, স্টকহোম ও বার্সেলোনায় স্বাস্থ্য সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ হচ্ছে।

কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারো করোনাকে খুব ছোট্ট একটি ফ্লু হিসেবে একে গুরুত্বহীনভাবে তুলে ধরছিলেন।

এদিকে সামরিক পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করে। এসব প্রতিবাদকারী কোপাকাবানা বিচে ‘স্টপ বলসানারো’ শ্লোগান দিতে দিতে বিক্ষোভ করছিল। পুলিশি আচরণের প্রতিবাদে আরো লোক তাদের নিজ নিজ ঘরের জানালায় জড়ো হয়ে ‘গেট আউট, বলসোনারো’ বলে শ্লোগান দিতে শুরু করে।

ব্রাসিলিয়ায় কংগ্রেসের সামনের লনে প্রায় এক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে করোনা সংক্রমণে মারা যাওয়াদের প্রতি শ্রদ্ধা এবং বলসোনারোর বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিল।

এদিকে দেশটিতে ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও কিছু কিছু স্থানীয় কর্তৃপক্ষ অর্থনৈতিক কর্মকান্ড পুনরায় শুরুর চেষ্টা চালাচ্ছে।

যেমন ব্রাজিলে রাজধানীর পরই সাও পাওলোতে সংক্রমিত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। তারপরও সেখানে দোকানপাট খুলে দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। এমনকি ফুটবল খেলা শুরুরও ঘোষণা দেয়া হয়েছে।

 
Electronic Paper