ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেওড়াপাড়ায় গ্যাস লাইনে আগুন, ৫ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:৩৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

রাজধানীর শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গ্যাস লাইন ফেটে যাওয়ায় শুক্রবার বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে গ্যাস লাইন মেরামতের কাজ চলায় মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডির একাংশ, শ্যামলী ও কল্যাণপুর এলাকায় বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার মানুষ পড়েছেন বিপাকে। বিশেষ করে সকালের রান্না অনেক বাসায় সম্ভব হয়নি।

জানা গেছে, শুক্রবার (২৬ জুন) সকাল ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৪টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস লাইন বন্ধ করতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় বেশি লেগেছে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের জরুরি সেবা শাখার ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন জানান, গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নেভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর থেকেই মেরামতের কাজ চলছিল। যে কারণে শুক্রবার দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডির একাংশ, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। গ্যাস লাইনের মেরামতের কাজ শেষ। ঘণ্টাখানেকের মধ্যে সবজায়গায় গ্যাসের সরবরাহ সচল হবে।

 
Electronic Paper