ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অধস্তন আদালতে ভার্চুয়ালী শুনানিতে ২৭৪৮০ আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৩৮ অপরাহ্ণ, জুন ০৬, ২০২০

সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে সারা দেশে অধস্তন আদালতে বিগত ১৫ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি শেষে ২৭ হাজার ৭’শ ৮০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

সুপ্রিমকোর্টের মুখপত্র মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে এ কথা জানান।

তিনি জানান, সারাদেশে অধস্তন আদালতে প্রথম ১০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে ৩৩ হাজার ২’শ ৮৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে শুনানি শেষে ২০৯৩৮ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

তিনি আজ জানান, ঈদের ছুটির পর গত ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৪,৩৪০ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬,৫৪২ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

সে অনুযায়ী এরপর থেকে দেশের সব অধস্তন আদালতে ভার্চুয়ালী জামিন আবেদনের শুনানি শুরু হয়।

সুপ্রিমকোর্ট মুখপত্র জানান, গত ১২ মে থেকে গত ২০ মে পর্যন্ত দেশে শিশু উন্নয়ন কেন্দ্রসমুহ থেকে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মোট ২৪৭ জন শিশুর জমিন হয়েছে। জামিন শেষে তাদেরকে অভিভাবকদের হাতে দেয়া হয়।

 

 
Electronic Paper