ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩৭ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
🕐 ৮:৫৫ অপরাহ্ণ, জুন ০৫, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় নতুনভাবে আরও ৩৭ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪৩ জনে। শুক্রবার (৫ জুন) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ।

তিনি জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে মোট চার হাজার ৯৯৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে চার হাজার ২৬৯ জনের ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্য থেকে জেলায় মোট ২৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। শুক্রবার দুপুর পর্যন্ত আসা ১৮৮ জনের ফলাফলের মধ্যে ৩৭ জনের করোনা ফলাফল পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে জেলার নবীনগরে ১৯ জন, সদরে পাঁচজন, আশুগঞ্জ একজন, সরাইল তিনজন, কসবা সাতজন, বিজয়নগর একজন, নাসিরনগর একজন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত ৭২ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যুবরণ করেছেন তিনজন। বাকিরা আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

 
Electronic Paper