ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চাঁদাবাজির অভিযোগে বস্ত্রমন্ত্রীর এপিএসসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
🕐 ৮:১২ অপরাহ্ণ, জুন ০৫, ২০২০

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয়দানকারী কামরুজ্জামান হীরা ও তার চার সহযোগীকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরে ডায়মন্ড ব্রিকস টাইলস কোম্পানির ম্যানেজার সাব্বির হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

বাদীর বরাত দিয়ে পুলিশ জানায়, রূপগঞ্জ এলাকার উপর থেকে ডায়মন্ড ব্রিকস টাইলসের একটি চালান পরিবহন করার সময় গাড়ি থেকে চাঁদা দাবি করেন হীরাসহ পাঁচজন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদের টাইলসের গাড়ি আটকে রাখা হয় এবং পরবর্তীতে কোনো গাড়িই যেতে পারবে না বলে জানান তারা। এ ঘটনায় টাইলস কোম্পানির ম্যানেজার সাব্বির হোসেন রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে কামরুজ্জামান হীরাসহ পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে। টাইলস কোম্পানির গাড়ে যেতে বাধা দেওয়া এবং চাঁদা দাবির অভিযোগেই মূলত তাদের গ্রেফতার করা হয়।’

 
Electronic Paper