ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আইইডিসিআরের সাইটে দুদিন আগের তথ্য

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:০৮ পূর্বাহ্ণ, জুন ০৩, ২০২০

করোনা নিয়ে আক্রান্তের সরকারি প্রথম ঘোষণা আসে গত ১৮ মার্চ। প্রথমদিকে করোনা সংক্রান্ত সংবাদ বুলেটিন করত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। পরে সেই সংবাদ বুলেটিনের দায়িত্ব স্বাস্থ্য অধিদফতরের অধীনে নেওয়া হয়। বর্তমান সময়ে করোনাভাইরাসে শনাক্তের হালনাগাদ তথ্য প্রকাশে চরম গড়িমসি ও অবহেলা করছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রথম দিকে এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হেলথ বুলেটিন প্রচারের ৭-৮ ঘণ্টা পর জেলা ও শহরভিত্তিক শনাক্তের তথ্য প্রকাশ হলেও দিনে দিনে বিলম্বের সময়টাই বেড়েছে। কিছুদিন বাদে একদিনের তথ্য পরদিন প্রকাশ করা হলেও এখন পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, জেলা ও শহরভিত্তিক তথ্য প্রকাশ হচ্ছে দুদিন পর।

একদিকে জেলাগুলোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশ হচ্ছে করোনাভাইরাস শনাক্তের আপডেটেড তথ্য, অন্যদিকে আইইডিসিআরের ওয়েবসাইটে ঝুলছে দুদিন আগের পুরনো তথ্য। এতে যেমন সংবাদকর্মীরা বিপাকে পড়ছেন, তেমনি এই দুর্যোগের সময়ে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। যদিও সরকারের ডিজিটালাইজেশনের সুবিধা নিয়ে এই দুঃসময়ে সবাইকে সঠিক তথ্য দেয়ার বিষয়েই তাগিদ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা।

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে করোনা বিষয়ে গত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্যের বুলেটিন প্রচারের পর আইইডিসিআরের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে বিকেল ৫টা পর্যন্ত ঝুলছিল ৩১ মে’র জেলা ও শহরভিত্তিক তথ্য। অর্থাৎ ২ জুনের সর্বশেষ তথ্য তো বহুদূর, ১ জুনের তথ্যই প্রকাশ হয়নি।

১ জুন রাত সাড়ে ৯টার দিকে আইইডিসিআরেরর ওয়েবসাইটে ঝুলছিল ৩০ মে’র তথ্য। তারও অনেক পরে প্রকাশ করেছে ৩১ মে’র তথ্য। অর্থাৎ এখন এই অতিবিলম্বটাকেই ‘নিয়ম’ বানিয়ে ফেলেছে স্বাস্থ্য অধিদফতরের প্রতিষ্ঠান আইইডিসিআর। খোঁজ নিয়ে জানা যায়, দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর দিকে দিনের তথ্য দিনেই হালনাগাদ করত আইইডিসিআর। তবে সে সময়ও এ তথ্য পেতে অপেক্ষা করতে হতো গভীর রাত পর্যন্ত। এরপর এ হালনাগাদের তথ্য প্রকাশের সময় গড়ায় পরদিনে। সংশ্লিষ্টদের অনীহায় শনাক্তের হালনাগাদ তথ্য প্রকাশের সময় এখন পিছিয়ে দুই দিনে পৌঁছে গেছে।

যদিও দেশে করোনা শনাক্ত হওয়ার প্রথম দিকে আক্রান্ত, মৃত ও সুস্থ রোগীসহ বিভিন্ন বিষয়ে তথ্য জানাতো আইইডিসিআরই। কিছুদিন পর আইইডিসিআরের সেই দায়িত্ব নিয়ে নেয় স্বাস্থ্য অধিদফতর। তবে অধিদফতর সংক্ষিপ্ত বুলেটিন প্রকাশ করলেও কোন জেলায় বা ঢাকা মহানগরীর কোন এলাকায় কত আক্রান্তÑ এসবের বিস্তারিত তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আসছে আইইডিসিআর। আর হালনাগাদ তথ্য না পেয়ে গণমাধ্যমকে থাকতে হচ্ছে পুরনো তথ্যের বৃত্তে, সাধারণ মানুষ পড়ছে বিভ্রান্তিতে।

এ বিষয়ে একটি গণমাধ্যমের একজন সংবাদকর্মী বলেন, আমরা আইইডিসিআরের ওয়েবসাইট থেকে জেলাভিত্তিক তথ্য প্রকাশ করে থাকি। এক্ষেত্রে আমাদের এখন দুদিন পিছিয়ে থাকতে হচ্ছে।

অন্যদিকে জেলাগুলোর সিভিল কার্যালয় থেকে প্রতিদিনের তথ্য প্রতিদিন জানিয়ে দেয়া হচ্ছে। ফলে পাঠক নানাভাবে আমাদের কাছে অভিযোগ করে বলছে, আপনাদের গণমাধ্যম সঠিক তথ্য দিতে পারছে না, আপনারা আমাদের জেলা নিয়ে যে তথ্য দিচ্ছেন তা সঠিক নয়, আমাদের জেলায় এখন এতো আক্রান্ত। আইইডিসিআরের ওয়েবসাইটে গতি আনা দরকার। বিষয়টি নিয়ে কথা বলতে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

 

 
Electronic Paper