ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চট্টগ্রামে ১৪ লাখ কেজি চা পাতার নিলাম

চট্টগ্রাম ব্যুরো
🕐 ১০:২৬ পূর্বাহ্ণ, জুন ০২, ২০২০

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে বছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল পর্যন্ত চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মিলনায়তনে ১৪ লাখ কেজি চা পাতার নিলাম দেওয়া হয়।

গতকাল সকাল থেকে দেশের নানা প্রান্ত থেকে চা পাতার ক্রেতা ও বিভিন্ন চা বাগানের মালিকসহ প্রতিনিধিরা এ নিলামে অংশ নেন। নিলাম শুরুর আগে চা বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিলাম কেন্দ্র, ব্রোকার হাউজ ও ওয়্যার হাউজে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার স্থান নির্ধারণ করা হয়।

এছাড়া মিলনায়তনে বাইরে তাপমাত্রা মাপা ও হাত ধৌত করে মিলনায়তনে আনা হয় নিলামে অংশ নেওয়া ক্রেতা ও সংশ্লিষ্টদের।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কারণে করোনাভাইরাসের বন্ধের মধ্যেও দেশের বিভিন্ন চা বাগানের উৎপাদন চালু রাখা হয়েছে। এ কারণে দেশে চা উৎপাদন বেড়েছে। তারা জানান, দেশের চাহিদা মেটানোর পর এ বছর চা বিদেশে রপ্তানির সুযোগ বেড়েছে। প্রতি সোমবার চট্টগ্রামে চা নিলাম অনুষ্ঠিত হবে। এছাড়া মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের বুধবার শ্রীমঙ্গলে চা নিলাম হওয়ার কথা রয়েছে।

টি ট্রেডাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান জানান, এবারের নিলামে ১৪ লাখ কেজি ২৬ হাজার বস্তা চা আনা হয়েছে। এসবের মধ্যে উন্নত চায়ের প্রায় সবই বিক্রি হয়ে গেছে। ভালো মানের চায়ের চাহিদা বেশি।

এ বছর চট্টগ্রামে ৪২টি চা নিলাম অনুষ্ঠিত হবে। প্রতিবছর এপ্রিল মাসের শেষ সপ্তাহে বা মে মাসের প্রথম সপ্তাহে চা নিলাম অনুষ্ঠিত হয়। কিন্তু এবার দীর্ঘ বন্ধসহ করোনাভাইরাসের মহামারির কারণে ছেদ পড়ে নিলামের।

 
Electronic Paper