ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার হংকং নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:১৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

হংকং-এ চীন যে নিরাপত্তা আইন চালু করতে যাচ্ছে বিতর্কিত সেই আইন নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদকে শুক্রবার বৈঠকের আহ্বান জানিয়েছে। কুটনীতিক সূত্র বৃহস্পতিবার এ কথা জানায়। খবর এএফপি’র।

সূত্রটি জানায়, বিষয়টি একটি রুদ্ধদ্বার ভিডিও কনফারেন্সে, অনানুষ্ঠানিকভাবে বিবেচনা করা হবে যাতে যে কোন সদস্য চাইলে অন্য আলোচনাও তুলতে পারবে এবং চীন নীতিগতভাবে এর বিরোধীতা করতে পারে না।

একই বিষয়ে বেইজিং বুধবার ওয়াশিংটনের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক সভা আহ্বানের গ্রহনযোগ্যতাকে নাকোচ করে দেয়।

 

 
Electronic Paper