ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৫ জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:১৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি ছুটি আর বাড়ছে না। যার ফলে ৩১ মে থেকেই খুলছে অফিস। তবে ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২৭ মে) বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৫ জুন পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু অনলাইন বা ভার্চুয়াল ক্লাস চলবে।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

 
Electronic Paper