ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
🕐 ৫:৫২ অপরাহ্ণ, মে ২৫, ২০২০

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারী ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ২টায় ওই নারী (৫৬) এবং রোববার দিবাগত রাত ১টার দিকে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়।

মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৩ মে ওই নারী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান।

এদিকে, বৃদ্ধ আয়ুব আলী একই উপসর্গ নিয়ে গত ২২ মে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মৃত্যুবরণকারী দুই জনের নমুনা সংগ্রহ করে তাদের ভর্তির দিনই পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তাদের রিপোর্ট পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জনের রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে এসে পৌঁছেছে। সাতটি রিপোর্টই নেগেটিভ এসেছে।

এদিকে, রোববার পর্যন্ত সাতক্ষীরায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

 
Electronic Paper