ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভাসানচরে দুর্যোগের ঝুঁকি নেই: পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৪৭ অপরাহ্ণ, মে ২২, ২০২০

ঘূর্ণিঝড় আম্পানে প্রমাণ হয়েছে ভাসানচরে দুর্যোগের ঝুঁকি নেই। তাই সেখানেই রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে। শুক্রবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, সমুদ্রে রোহিঙ্গা নিয়ে সমস্যা হলেই বিশ্ব সম্প্রদায় বলে তাদের বাংলাদেশে আশ্রয় দিতে। ভাবটা এমন একবার যেহেতু আশ্রয় দিয়েছি প্রতিবারই তো দেই।

তিনি আরো বলে, আমরা এবার বলেছি, আমরা পারব না। আর অন্য দেশেরও একটা দায়িত্ব রয়েছে। এটা শুধু আমাদের সমস্যা নয়। উপসাগরীয় দেশগুলো ছাড়া বড় বড় যারা মাতব্বর যারা উপদেশ দেন তারাও তাদের নিতে পারে। তাদের জায়গার কোনো অভাব নেই।

আবদুল মোমেন, বাংলাদেশে ইইউ প্রতিনিধিদের আমি বলেছি, আমাদের দেশের মানুষের বার্ষিক আয় হলো ২ হাজার ডলার। আর আপনাদের হলো ৫৬ হাজার ডলার। বাংলাদেশে ১২শ লোক প্রতি বর্গমাইলে থাকে আর আপনাদের প্রতি বর্গমাইলে থাকে মাত্র ১৫ জন। আপনার যদি এত দরদ থাকে তাদের বেটার লাইভ দেবেন। বড় বড় হিউম্যান রাইটস বলে তাদের দেশে সার্ভিস খুব ভাল। আপনারা নিয়ে যান না কেন।

এছাড়াও ভাসানচরো রোহিঙ্গাদের পুনর্বাসন করলে তারা সেখানে কাজ কর্ম করে চলতে পারবে মন্তব্য করেন তিনি।

 
Electronic Paper