ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চট্টগ্রামে এক ল্যাবে দেড় হাজার নমুনা জট

চট্টগ্রাম ব্যুরো
🕐 ১২:৪০ অপরাহ্ণ, মে ২২, ২০২০

চট্টগ্রামের করোনাভাইরাস নমুনা পরীক্ষা জট দিন দিন বেড়েই চলেছে। জানা গেছে, চট্টগ্রামে করোনা টেস্টের জট কমাতে তিনটি ল্যাবে নমুনা পরীক্ষা করার উদ্যোগ নিলেও কিছুতেই কমছে না জট।

প্রধান ল্যাব বিআইডিআইটি’তে গত সপ্তাহে যেখানে ১২০০ নমুনা জটের কথা বলা হয়েছিল, সেখানে সোববার (১৮ মে) পর্যন্ত সেটি বেড়ে ১৫০০ দাঁড়িয়েছেন বলে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) সূত্রে জানা গেছে।

নমুনা জটের এই ভয়াবহ চাপের কারণে বিআইটিআইডিতে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বন্ধ করে দেওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ল্যাবটির প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদ। তিনি বলেন, আমরা প্রতিদিন ২০০ থেকে ২৫০ নমুনা পরীক্ষা করছি।

বিপরীতে নমুনা আসছে প্রায় ৪০০ করে। ফলে নমুনা জট বাড়তে বাড়তে দেড় হাজারের মত হয়ে গেছে। এটা ওভারলোড হয়ে গেছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে নমুনা সংগ্রহ বন্ধ করে দেওয়া লাগতে পারে জানিয়ে তিনি বলেন, যেভাবে লোড বাড়ছে আমাকে কয়েকদিন পরে স্যাম্পল কালেকশন বন্ধ করে দিতে হবে। আমি এখন সে পর্যায়ে পৌঁছে গেছি।

পরে হয়তো আবার সংগ্রহ শুরু করতে পারবো। এই পরিস্থিতিতে করোনাভাইরাস (কোভিড-১৯) এর দৃশ্যমান কোনো উপসর্গ না থাকলে আপাতত নমুনা পরীক্ষা না করানোর পরামর্শও দেন তিনি।

তিনি আরও বলেন, অনেকে কোন সিম্পটম ছাড়াই নমুনা পরীক্ষা করাচ্ছেন। আমার কথা হচ্ছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে যাদের জ্বর, কাশি, সর্দি নেই তারা নমুনা পরীক্ষা না করালেই এখন ভাল।

 

 
Electronic Paper