ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খাগড়াছড়িতে ৪ স্বাস্থ্যকর্মীসহ ৬ জন শনাক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি
🕐 ২:০৬ অপরাহ্ণ, মে ২১, ২০২০

খাগড়াছড়িতে চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৩। নতুন রোগীরা সবাই মহালছড়ির। বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

জানা গেছে, খাগড়াছড়ির মহালছড়িতে গত ১৪ মে দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাদের একজনের সংস্পর্শে আসা আরও চার স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। অপর দুজনের মধ্যে একজন আক্রান্ত স্বাস্থ্যকর্মীর স্ত্রী এবং অপরজন স্থানীয় ফার্মাসিস্ট।

এছাড়া, একজনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায়ও করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এর মধ্য দিয়ে খাগড়াছড়ির নয় উপজেলার মধ্যে পাঁচ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তবে জেলায় একজন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানিয়েছেন, আক্রান্ত একজনের সংস্পর্শে এসে বাকিরা সংক্রমিত হয়েছেন। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

 
Electronic Paper