ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আম্পানে পশ্চিমবঙ্গে নিহত অন্তত ১২

আন্তর্জাতিক
🕐 ১১:০৬ পূর্বাহ্ণ, মে ২১, ২০২০

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে তছনছ ভারতের পশ্চিমবঙ্গ। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (২০ মে) রাতে তিনি এসব কথা জানান। পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে আম্পান। 

করোনার এই দুর্দিনে আম্পানের ভয়াবহ আঘাত প্রসঙ্গে মমতা বলেন, করোনা মহামারির চেয়েও ভয়াবহ আম্পানের এই দুর্যোগ। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১ লাখ কোটি রুপি। ঘূর্ণিঝড় আম্পানের পূর্বপ্রস্তুতি হিসেবে পশ্চিমবঙ্গে ৫ লাখেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

বুধবার রাতব্যাপী রাজধানী কলকাতাসহ রাজ্যজুড়ে তাণ্ডব চালায় আম্পান। ঝড়ে ক্ষতিগ্রস্ত বিশাল জনগোষ্ঠীর জন্য জরুরি সহায়তা পরিচালনা করতে গিয়ে দিশেহারা রাজ্য সরকার।

 
Electronic Paper