ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আম্পানের আগেই জোয়ারের পানিতে ডুবে যুবকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
🕐 ৬:১৫ অপরাহ্ণ, মে ২০, ২০২০

দ্বীপ উপজেলা সন্দ্বীপে জোয়ারের পানিতে ডুবে মো. সালাউদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরের দিকে সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

সন্দ্বীপ থানার পরিদর্শক তদন্ত মো. সোলাইমান জানান, উপকূলে ঘাস কাটতে গিয়ে ওই যুবক জোয়ারের পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, আম্পানের প্রভাবে সন্দ্বীপে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর দমকা হাওয়া থাকলেও এখনো জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেনি। ওই যুবক নদীর একেবারে কাছে চলে যাওয়ায় অসাবধানতার কারণে পানিতে পড়ে গিয়ে থাকতে পারেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।'

মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদর্শী সম্বৌধি চাকমা জানান, স্থানীয়রা এক যুবকের মরদেহ উদ্ধারের খবর দেওয়ায় ঘটনাস্থলে পুলিশ যায়।

তিনি বলেন, ওই যুবক কেনো এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলে ঘাস কাটতে গেলেন তা খতিয়ে দেখতে পুলিশকে বলা হয়েছে।

 
Electronic Paper