ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী। আক্রান্ত ওই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় মায়ের সঙ্গে বসবাস করেন। সোমবার (১৮ মে) ওই শিক্ষার্থী নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন।

তিনি জানান, হালকা কাশি ও গলা ব্যথা দেখা দেয়ায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট করান। পরে তার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরের বর্তমান অবস্থা ভালো বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী।

এর আগে গত ৩ মে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর করোনাভাইরাস পজিটিভ আসে। আক্রান্ত ওই শিক্ষার্থীও রাজধানীর ফার্মগেটে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন মারা গেছেন। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬০২ জন। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জনে।

 

 
Electronic Paper