ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাউনিয়ায় ডালি কুলা কেনার ধুম

মোস্তাক আহমেদ, কাউনিয়া (রংপুর)
🕐 ৩:৪৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

বৈশাখ শেষ, কদিন পরেই ধান কাটার উৎসব। দেশ জুড়ে করোনা আতঙ্ক থাকলেও এবারে ধানের ফলন ভালোই হয়েছে। তাই কৃষকের ঘরে ঘরে বইছে নবান্নের আগমন বার্তা।

রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে ডালি কুলা আর চাইলন (চালা) কেনার ব্যস্ত কৃষক।

উপজেলার ৯৫ ভাগ মানুষ কৃষিজীবী, তাই যে যেভাবে পারছে সামনের ধান কাটা-মাড়াইয়ের প্রস্তুতি নিতে হাট বাজারে ভিড় করছেন ডালি কুলা কিনতে।

উপজেলার তকিপল বাজারে কুলা কিনতে আসা পূর্ব চান্দ ঘাট গ্রামের নুরুজ্জামান জানান, ‘সামনেই হামার পর্ব (উৎসব) তাই একটু আগে ভাগেই ধান কাটা-মাড়াইয়ের জিনিসপত্র কিনে রাখলাম।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘কয়দি পর দাম বাড়বে।’

ডালি কুলা আর চাইলন কিনে হাটের পাশে বসে থাকা চর পাঞ্জর ভাঙ্গা এলাকার আনোয়ার হোসেন জানান, ‘বাড়ির বউ-ঝিরা কাটা-মাড়ির কাম করবে তাই ওদের খুশি করতেই আগাম কেনা তবে খুব বেশি আগামও হয় নাই কারণ ৮/১০ দিন গেলেই ধানের গোড়াৎ কাইচাও (কাসতে) নাগামো’

তিনি জানান, ‘গত আমন মৌসুমে সরকার ২৬ টাকা কেজি দরে ধান কিনলেও হামারগুলার ধান বেঁচা নাগছে ১৮ /১৯ টাকা কেজি কিন্ত গত কয়েকদিন ধরে ধানের দাম ভালো তাই হামার মনোৎ আনন্দ হইছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম জানান, উপজেলায় চলতি মৌসুমে ৭ হাজার ৬শ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

আর এ থেকে ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৮৭৫ মেট্রিক টন। আবহাওয়া অনুকূল থাকায় এবারে আমন ধানের ভালো ফলন হয়েছে। বাজারে ধানের চাহিদাও ভালো তাই এবারে কৃষকরা ধানে লাভবান হবেন।

 

 
Electronic Paper