ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অজস্র কথার ঢেউ

হাসান নাজমুল
🕐 ৭:২১ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

বুকের মন্দিরে নড়ে ওঠে অজস্র কথার ঢেউ,

বাতাসের মতো বয়ে চলে শুধু অজানা সীমান্তে,

অজান্তেই তীব্র ঝড় পাল্টে দেয় মনের মোহনা,

বরফের মতন জমানো কথাগুলো মিশে যায়-

অশান্ত-উদ্যম হাওয়ায়; আমিও হারিয়ে যাই

প্রতিকূল দিনের ভেতর- হারিয়ে যাই দিগন্তে;

কেবলি ফেরাতে যাই সেই উচাটন কথাদের

কবিতার মতন নরম সেইসব শব্দকে;

প্রিয় শব্দরা দেয় না ধরা, কষ্টে ফিরে আসি ঘরে,

আমার হয় না বলা আর সেই সব কষ্ট-কথা।

 
Electronic Paper