ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ক্ষুদ্র আবদার

আব্দুল্লাহ আল মাছুম
🕐 ৭:১৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

মনের গভীর কুয়া থেকে

সামান্য কালির আস্তরণ দিয়ে

তুমি এখন কবিতা লেখো না?

সেই কবিতা যা শুনেছিলাম সেই রাতে

যে রাতের তারাগুলো এখনো জ্বলছে।

জ্বলজ্বলে চোখ দু’টোর কোনায় তাকিয়ে দেখো

এখনো তোমার সেই কবিতা খুঁজছে,

যে কবিতা তুমি শুনিয়েছিলে মধু মিশিয়ে।

 

কবির কবিতা লেখা বন্ধ, এটা আমার

জীবন পথ রুদ্ধ করে দেবে।

কলির পাপড়ি খুলে তাই ক্ষুদ্র কবিতা লেখো

আরেকবার আমার হৃদয়ে।

 
Electronic Paper