ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

সমাজবিজ্ঞান প্রথমপত্র

আসমা বেগম
🕐 ৫:০৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

উদ্দীপকটি পড়ার পর সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
স্বচ্ছ জল নিয়ে বয়ে চলেছে চিত্রা নদী। তার পাশে মাঝারি আকৃতির একটি গ্রাম। আজ থেকে ১০-১৫ বছর আগেও এ গ্রামের আশপাশে জনবসতি ছিল না; কিন্তু এখন নদীটির তীরে গড়ে উঠেছে ছোট্ট একটি গ্রাম। এ গ্রামের মানুষগুলোর সুখ-দুঃখের সঙ্গী নদীটি। নদীর বুকে গ্রামের মানুষ মাছ ধরে, নদী দিয়ে যাতায়াত করে, এমনকি কৃষিকাজেও নদীর পানি ব্যবহার করে।

ক) মানবজীবনে প্রভাব সৃষ্টিকারী প্রধান উপাদান কী?
খ) ভৌগোলিক উপাদান বলতে কী বোঝায়?
গ) চিত্রা নদীর তীরে জনবসতি গড়ে ওঠার কারণ সম্পর্কে তোমার মতামত দাও।
ঘ) চিত্রা নদীর তীরের মানুষের জীবনযাত্রা কোন ধরনের পরিবেশ দ্বারা প্রভাবিত? বিশ্লেষণ করো।

উদ্দীপকটি পড়ার পর সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি শহরে এক দুর্বৃত্তের ছোড়া গুলিতে বহুলোক হতাহত হয়েছে। এ খবর মুহূর্তের মধ্যে সারা বিশ্বে একযোগে গণমাধ্যমে প্রচারিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা এফবিআই গোপন ক্যামেরা ও উচ্চ প্রযুক্তির সহযোগিতায় একজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করেছে।
ক) কোনটি আজীবন প্রক্রিয়া?
খ) তথ্য-প্রযুক্তি বলতে কী বোঝায়?
গ) উদ্দীপকের ঘটনায় মুহূর্তেই সারা বিশ্বে খবর প্রচারিত হওয়ার প্রক্রিয়াটি কোন ধারণার ইঙ্গিত করছে? ব্যাখ্যা করো।
ঘ) সামাজিকীকরণের ক্ষেত্রে উদ্দীপকের নির্দেশিত ধারণা দুটির প্রভাব ছকের মাধ্যমে উপস্থাপন করো।
উদ্দীপকটি পড়ার পর সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
সমাজবিজ্ঞান ক্লাসে স্যার বোর্ডে দ্বন্দ্বমূলক তত্ত্ব সম্পর্কে লিখলেন :
১. শ্রেণি সম্পর্কের মূলে রয়েছে অর্থনৈতিক উৎপাদন
২. শ্রেণি সমাজের মূলে রয়েছে শোষণ
৩. উৎপাদন সম্পর্কের মালিকানা, যা হলো উৎপাদনের উদ্বৃত্ত আত্মসাৎ
ক) কোন দার্শনিক দাসদের উৎপাদনের মানবরূপী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন?
খ) ‘স্তরবিন্যাস মূলত সামাজিক বিষয়’Ñব্যাখ্যা করো।
গ) বোর্ডে উল্লিখিত দ্বন্দ্বমূলক তত্ত্বটি মার্কস, নাকি ডরেন ডর্ফের তত্ত্বকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে উল্লিখিত তত্ত্ব ও ডরেন ডর্ফের দ্বন্দ্বমূলক তত্ত্বের তুলনামূলক বিশ্লেষণ করো।

উদ্দীপকটি পড়ার পর সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
বহরামপুর ঢাকার অদূরে অবস্থিত ছোট একটি মফস্বল শহর। কতিপয় শিল্পোদ্যোক্তা এই মফস্বল শহরে গার্মেন্টশিল্প স্থাপন করলে দেশের নানা স্থান থেকে লোকজন কাজের জন্য ছুটে আসে। এদিকে গার্মেন্টশিল্পকে কেন্দ্র করে আরও কিছু ভারী শিল্প-কারখানা গড়ে ওঠে। অল্প দিনের মধ্যে মফস্বল শহরটি ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হয়। ফলে যানজট, পরিবেশদূষণ, চুরি-ছিনতাই, সন্ত্রাস প্রভৃতি কার্যক্রম এই শহরের পরিবেশকে দুর্বিষহ করে তুলেছে।
ক) সমাজবিজ্ঞানের জনক কে?
খ) সামাজিক জরিপ বলতে কী বোঝো?
গ) উদ্দীপকে মফস্বল শহরটির বিকাশ সমাজবিজ্ঞানের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ) ‘উদ্দীপকটি সমাজবিজ্ঞানের পরিধির প্রতিনিধিত্ব করে’Ñউক্তিটির সত্যতা যাচাই করো।

আসমা বেগম
প্রভাষক, একেএম রহমত উল্লাহ কলেজ ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper