ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিলেটে ৫ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

সিলেট প্রতিনিধি
🕐 ৮:১০ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

সিলেটের দুই থানার ৫ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের চার জন বিশ্বনাথের এবং একজন জকিগঞ্জ থানার।  বিশ্বনাথ থানায় আক্রান্তদের মধ্যে রয়েছেন দুইজন উপ-পরিদর্শক (এসআই), দুই উপ সহকারী পরিদর্শক (এএসআই)।

বুধবার (১৩ মে) রাতে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এ নিয়ে বিশ্বনাথে পুলিশসহ ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, থানার ৮ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে গত ১০ মে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরদিন ১১ মে আরো ১৩ জনের নমুনা পাঠানো হয়। প্রথম নমুনা নেওয়া ৮ জনের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এদিকে, সিলেটের জকিগঞ্জ থানার কনস্টেবল ওবায়দুর রহমান (২০) করোনার উপসর্গ নিয়ে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনার উপসর্গ দেখা দেওয়ায় সিলেটের পুলিশ সুপারের পরামর্শে কনস্টেবল ওবায়দুর রহমানকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওবায়দুর রহমান থানা কম্পাউণ্ডের যে কক্ষে থাকতেন। বুধবার সে কক্ষে থাকা আরও ১০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

 
Electronic Paper