ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

ব্যবসায় উদ্যোগ

সাইদুর রহমান
🕐 ৭:৩৩ অপরাহ্ণ, মে ১২, ২০২০

ব্যবসায়ের উৎপত্তির মূলে কী ছিল?
উত্তর : মানুষের অভাববোধ।
অর্থনৈতিক পরিবেশ কী?
অর্থনৈতিক উপাদানের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাই অর্থনৈতিক পরিবেশ।
সাধারণভাবে ব্যবসায় কী?
উত্তর : সাধারণভাবে ব্যবসায় হল মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকা-।
উপমহাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয়?
উত্তর : ১৯৪০ সালে।

ব্যবসায়ের অর্থগত বাধা কিসের মাধ্যমে দূর করা হয়?
উত্তর : ব্যাংকিংয়ের মাধ্যমে।
বিপণন কী?
উত্তর : পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়া পর্যন্ত সব কাজকে বিপণন বলে।
ব্যবসায় টু ব্যবসায় কী?
উত্তর : যখন ব্যবসায়িক লেনদেন একটি ব্যবসায় থেকে অন্য একটি ব্যবসায়ের মধ্যে সম্পাদিত হয় তাকে ব্যবসায় টু ব্যবসায় বলে।
মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে কোন পরিবেশ?
উত্তর : সামাজিক পরিবেশ।
ব্যবসায় সংগঠনের উদ্ভব কোন যুগের বৈশিষ্ট্য?
উত্তর : মধ্যযুগের।
বাণিজ্য কী?
উত্তর : ব্যবসায়ে বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের কাছে পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছানোর সব কার‌্যাবলীকে বাণিজ্য বলে।
উৎপাদনের বাহন কোনটি?
উত্তর : শিল্প।
বিজ্ঞাপন ব্যবসায়ের কোন শাখায় অন্তর্গত?
উত্তর : বাণিজ্য।
দ্রব্য বিনিময় কোন যুগের নিদর্শন?
উত্তর : প্রাচীন যুগের।
ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা কয়টি?
উত্তর : তিনটি।
এটিএম কার্ডের প্রচলন ঘটে কোন যুগে?
উত্তর : আধুনিক যুগে।
মালিকানা সংক্রান্ত বাধা দূর করে কোনটি?
উত্তর : পণ্য বিনিময়।
অডিট ফার্ম কী?
উত্তর : একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
ভোক্তা আইন কোন পরিবেশের উপাদান?
উত্তর : আইনগত পরিবেশ।
ব্যাংকিং ব্যবসায় কোন পরিবেশের উপাদান?
উত্তর : অর্থনৈতিক পরিবেশ।
ব্যবসায়ে মুনাফা অর্জনের পাশাপাশি কী থাকতে হয়?
উত্তর : সেবার মনোভাব।
আন্তর্জাতিক সম্পর্ক কোন ব্যবসায়িক পরিবেশের উপাদান? উত্তর : সামাজিক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ঘটে কখন?
উত্তর : আধুনিক যুগে।
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : মুনাফা অর্জন।
প্রত্যক্ষ সেবা কী?
উত্তর : স্বাধীন পেশায় নিয়োজিত পেশাজীবীরা যেসব সেবাকর্ম প্রদানের বিনিময়ে অর্থ উপার্জন করে তাকে প্রত্যক্ষ সেবা বলে।
পরিবেশ সংরক্ষণ আইন কোন পরিবেশের উপাদান?
উত্তর : আইনগত পরিবেশের।
বাণিজ্যকে আধুনিককালে কী বলা হয়?
উত্তর : বাণিজ্যকে আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলা হয়।
বিমা কী?
উত্তর : বিমা হল নির্দিষ্ট ঝুঁকি বা অনিশ্চয়তা থেকে উদ্ভূত ক্ষতির বিপক্ষে প্রতিরক্ষামূলক ব্যবস্থা।
‘হরতাল’ কোন ধরনের কর্মসূচি?
উত্তর : রাজনৈতিক।
আইনগত পরিবেশ কী?
উত্তর : ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক ও শিল্প আইন, পরিবেশগত আইন, শ্রম আইন, আমদানি ও রফতানি নীতি প্রভৃতি প্রভাব বিস্তার করলে তাকে ব্যবসায়ের আইনগত পরিবেশ বলে।

সাইদুর রহমান
শিক্ষক, সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper