ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্যতিক্রমী পিঁপড়া

অর্পণ দাশগুপ্ত
🕐 ৭:১৬ অপরাহ্ণ, মে ১১, ২০২০

পিঁপড়া সমাজে এক পিঁপড়া সবসময় সকল পিঁপড়ার প্রচলিত দিকের বিপরীত দিকে হেলে পড়ত। এরকম এক ছেলে পিঁপড়াকে একটি মেয়ে পিঁপড়া খুব পছন্দ করে ফেলল। এবং পরবর্তীকালে অনেক ধুমধাম করে তাদের বিয়ে হল।

বিয়ের পর দেখা গেল সেই পিঁপড়া আবার আগের পথই অনুসরণ করছে, বিপরীত দিকে অগ্রসর হচ্ছে না। হেলে পড়ছে না।

তখন মেয়ে পিঁপড়া তাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার? তুমি বিয়ের আগে যে দিকে হেলে পড়তে, এখন সে দিকে অগ্রসর হও না, হেলে পড়ো না কেন?

জবাবে ছেলে পিঁপড়াটি বলল, এত সহজ ব্যাপারটাও বুঝতে পারলে না? বিয়ের আগে দিনরাত শ্যাম্পেন খেয়ে ফুর্তি করতাম। এখন আর সেই সুযোগ হয়ে ওঠে না। আমার বদ শাশুড়ির জন্য!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper