বিয়ের পর দেখা গেল সেই পিঁপড়া আবার আগের পথই অনুসরণ করছে, বিপরীত দিকে অগ্রসর হচ্ছে না। হেলে পড়ছে না।
তখন মেয়ে পিঁপড়া তাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার? তুমি বিয়ের আগে যে দিকে হেলে পড়তে, এখন সে দিকে অগ্রসর হও না, হেলে পড়ো না কেন?
জবাবে ছেলে পিঁপড়াটি বলল, এত সহজ ব্যাপারটাও বুঝতে পারলে না? বিয়ের আগে দিনরাত শ্যাম্পেন খেয়ে ফুর্তি করতাম। এখন আর সেই সুযোগ হয়ে ওঠে না। আমার বদ শাশুড়ির জন্য!