ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা ঝুঁকিতে গণমাধ্যমকর্মীরা

৬৪ দিনে মৃত্যু ৩, আক্রান্ত ৮০

বিবিধ ডেস্ক
🕐 ৭:০৬ অপরাহ্ণ, মে ১০, ২০২০

সারাদেশে নিরলসভাবে কাজ কওে যাচ্ছেন গণমাধ্যমকর্মীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে করোনা সম্পর্কিত খবর সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক করোনা আক্রান্ত হচ্ছেন।

বাংলাদেশে করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক হুমায়ুন কবীর খোকন, মাহমুদুল হাকিম অপু ও আসলাম রহমানের মর্মান্তিক মৃত্যু, ছাড়াও অন্তত ৮০ জন গণমাধ্যমকর্মী আক্রান্তের ঘটনায় সারাদেশের সংবাদকর্মীসহ তাদের পরিবারে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কয়েকজন এরই মধ্যে সুস্থও হয়ে উঠেছেন।

ইতোমধ্যে প্রথম আলো, ইত্তেফাক, সময়ের আলো, কালের কন্ঠ, আলোকিত বাংলাদেশ, ইনকিলাব, প্রতিদিনের সংবাদ, মানবজমিন, দেশ রূপান্তর, বাংলাদেশের খবর, এটিন বাংলা, এটিএন নিউজ, এনটিভি, আরটিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, দীপ্ত টিভি, বাংলাভিশন টিভি, এসএটিভি, যমুনা টিভি, মাছরাঙা টিভি, বিটিভি, ডিভিসি নিউজ, দেশ টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী আক্রান্ত।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper