ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢিলেঢালা লকডাউনে বাড়ছে ঝুঁকি

যেসব জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা

বিবিধ ডেস্ক
🕐 ৭:০০ অপরাহ্ণ, মে ১০, ২০২০

রাজধানী ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এছাড়া প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, কুমিল্লা ও জামালপুর জেলায়।

গত শনিবার পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

আইইডিসিআরের প্রতিবেদন অনুসারে, ঢাকা বিভাগের ঢাকা জেলায় ২০৬, গাজীপুর ৩৩২, কিশোরগঞ্জ ২০২, মাদারীপুর ৫৪, মানিকগঞ্জ ২৮, নারায়ণগঞ্জ ১১৭৭, মুন্সিগঞ্জ ২১২, নরসিংদী ১৭১, রাজবাড়ী ২৩, ফরিদপুর ২১, টাঙ্গাইল ৩১, শরীয়তপুর ৫৭, গোপালগঞ্জে ৫০ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ২০৭, কক্সবাজার ৭৭, কুমিল্লা ১৬৯, ব্রাহ্মণবাড়িয়া ৫৭, খাগড়াছড়ি ৩, লক্ষ্মীপুর ৫৮, বান্দরবান ৪, রাঙ্গামাটি ৪, নোয়াখালী ২৭, ফেনী ৮ এবং চাঁদপুরে ৫৫ জন আক্রান্ত হয়েছেন।

সিলেট বিভাগের মৌলভীবাজার ৩০, সুনামগঞ্জে ৩৭, হবিগঞ্জ ৭০ এবং সিলেটে ২৮ জন আক্রান্ত হয়েছেন।

রংপুর বিভাগের রংপুরে ১২০, গাইবান্ধা ২৪, নীলফামারী ৪১, লালমনিরহাট ১৩, কুড়িগ্রাম ৩৪, দিনাজপুর ৩৮, পঞ্চগড় ১০ এবং ঠাকুরগাঁওয়ে ২৩ জন আক্রান্ত হয়েছেন।

খুলনা বিভাগের খুলনায় ২০, যশোর ৭৯, বাগেরহাট ৩, নড়াইল ১৩, মাগুরা ১২, মেহেরপুর ৫, সাতক্ষীরা ৪, ঝিনাইদহ ৩৮, কুষ্টিয়া ২০ এবং চুয়াডাঙ্গায় ২৩ আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে ২১২, জামালপুর ১০৪, নেত্রকোণা ৬৮ এবং শেরপুরে ৩০ জন আক্রান্ত হয়েছেন।

বরিশাল বিভাগের বরগুনা ৩৫, ভোলা ৭, বরিশাল ৪৮ পটুয়াখালী ২৮, পিরোজপুর ৬ এবং ঝালকাঠিতে ১৩ জন আক্রান্ত হয়েছেন।

রাজশাহী বিভাগের জয়পুরহাট ৩৯, পাবনা ১৬, চাঁপাইনবাবগঞ্জ ১৪, বগুড়া ১৮, নাটোর ১২, নওগাঁ ২৪, সিরাজগঞ্জ ৬ এবং রাজশাহীতে ২৬ জন আক্রান্ত হয়েছেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper