ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য

আবু সাঈদ
🕐 ৪:১৪ অপরাহ্ণ, মে ১০, ২০২০

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
ক. বেঙ্গল গেজেট
খ. দিগদর্শন
গ. সমাচার দর্পণ
ঘ. সংবাদ প্রভাকর
২. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. মোহিতলাল মজুমদার
৩. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
ক. নষ্টনীড় খ. একরাত্রি
গ. জীবিত ও মৃত ঘ. সমাপ্তি
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?
ক. টেমিং অব শ্রু
খ. মার্চেন্ট অব ভেনিস
গ. কমেডি অব এররস
ঘ. দ্যা মিডসামার নাইটস ড্রিম
৫. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
ক. পেত্রার্ক
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মোহিতলাল মজুমদার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
৬. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
ক. মনীষা মঞ্জুসা খ. ভাষার ইতিবৃত্ত
গ. আধুনিক ভাষাতত্ত্ব ঘ. বাংলাদেশের আঞ্চলিক ভাষা
৭. ‘মহুয়া’ পালাটির রচয়িতা-
ক. চন্দ্রাবতী খ. মনসুর বয়াতি
গ. দ্বিজ কানাই ঘ. কানা হরিদত্ত
৮. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’- পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. কৃষচন্দ্র মজুমদার খ. বিহারীলাল চক্রবর্তী
গ. রাম নারায়ণ তর্করতœ
ঘ. মদনমোহন তর্কালঙ্কার
৯. ‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
ক. মুন্সী আবদুল লতিফ
খ. গিরিশচন্দ্র সেন
গ. সৈয়দ আমীর আলী
ঘ. কাজী আকরাম হোসেন
১০. ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?
ক. তারিণীচরণ মিত্র
খ. হরপ্রসাদ রায়
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
ঘ. চণ্ডীচরণ মুনশি
১১. ‘উদাসীন পথিকের মনের কথা’- কোন জাতীয় রচনা?
ক. আত্মজৈবনিক উপন্যাস
খ. গীতিকবিতার সংকলন
গ. অতিপ্রাকৃত গল্প ঘ. নাটক
১২. ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্যের ‘বড়ায়ি’ কী ধরনের চরিত্র?
ক. জনৈক গোপবালা
খ. শ্রী রাধার ননদিনী
গ. রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি
ঘ. শ্রী রাধার শাশুড়ি
১৩. ‘ইয়ংবেঙ্গল’ কী?
ক. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
খ. একটি সাময়িকপত্রের নাম
গ. একটি সাহিত্যগোষ্ঠীর নাম
ঘ. বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
১৪. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
ক. বিয়ে পাগলা বুড়ো
খ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
গ. কল্কি অবতার
ঘ. কিঞ্চিত জলযোগ
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. মধ্যবর্তিনী খ. প্রায়শ্চিত্ত
গ. ক্ষুধিত পাষাণ ঘ. শেষ কথা
১৬. কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
ক. ভ্রান্তিবিলাস
খ. বেতালপঞ্চবিংশতি
গ. প্রভাবতী সম্ভাষণ
ঘ. সংস্কৃতি সাহিত্যের ইতিহাস
১৭. বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেনÑ
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. কাজী নজরুল ইসলাম গ. প্যারীচাঁদ মিত্র ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. কোনটি শুদ্ধ?
ক. মীর মোশারফ হোসেন
খ. মীর মশারফ হোসেন
গ. মীর মশাররফ হোসেন
ঘ. মীর মোশাররফ হোসেন
১৯. ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা?
ক. অতুলপ্রসাদ সেন
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
২০. ‘তারাবাঈ’ নাটকটির লেখক কে?
ক. ইসমাইল সিরাজী
খ. মীর মশাররফ হোসেন
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
২১. ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি?
ক. ১৮৮৫-১৯৬৯
খ. ১৮৭৫-১৯৬৯
গ. ১৮৮৪-১৯৬৯
ঘ. ১৮৮৫-১৯৭০
২২. রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেনÑ
ক. আল মাহমুদ
খ. আবদুল করিম সাহিত্যবিশারদ গ. আবুল মনসুর আহমদ
ঘ. আবদুল কাদির

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.খ ২.খ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.খ ১০.গ ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.গ ১৬.খ, ১৭. ক, ১৮.গ, ১৯.গ, ২০.ঘ, ২১.ক, ২২.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper