ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উপহার নিয়ে নোবিপ্রবির বিজনেস ক্লাব

তানভীর আহম্মেদ
🕐 ১১:৪৩ অপরাহ্ণ, মে ০৯, ২০২০

করোনা মহামারী তে অন্যান্য প্রতিষ্ঠানের মত বন্ধ রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছাত্র-শিক্ষক শূন্য ক্যাম্পাস। নেই কারো আনাগোনা। কিন্তু তাই বলে কেউ সম্পর্কছিন্ন অবস্থানে নেই। বিপদে পাশে আছে একে অপরের কল্যাণে।

ফেসবুক গ্রুপকে কাজে লাগিয়ে এমনি ভাবে দূর্দিনে একে অপরের বিপদের সাথী হয়ে কাজ করছে নোবিপ্রবি বিজনেস ক্লাব। এই মহাবিপদে সবাই ঘরবন্দি। অনেক ছাত্রছাত্রীর এখন নেই টিউশনি। 

কিন্তু হয়তো সেই টাকায় নিজের পড়ালেখার খরচ চালিয়ে অনেকের চালাতে হতো সংসারের খরচ। ফলে আজ তারা মহা বিপদে। আবার অনেক ছাত্রছাত্রীর সংসারে উপার্জনের মত অভিভাবক থাকলেও এই মহাবিপদে আয় শূন্য। নোবিপ্রবি বিজনেস ক্লাব খুঁজে বের করছে বিজনেস এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সেসব পরিবারদের।

পরিচয় প্রকাশ না করেই নগদ ‘উপহার’ প্রদান করছে। উপহার প্রদানে সাহায্য করছে ডিপার্টমেন্টের ছাত্রশিক্ষকরাই। চলমান এই মহা সংকটে সোস্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে একে অপরের বিপদে ভালোবাসা ছড়ানোর নোবিপ্রবি বিজনেস ক্লাবের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

 
Electronic Paper