ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জান্নাতের দরজা খুলে দেওয়া হয়

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৪০ অপরাহ্ণ, মে ০৯, ২০২০

পবিত্র রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়।

শয়তানদের শিকলবদ্ধ করা হয়। মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে থাকে প্রতি রাতে, ‘ওহে কল্যাণ প্রত্যাশী তুমি এগিয়ে যাও, ওহে অকল্যাণ প্রত্যাশী তুমি থেমে যাও। বান্দার আশা-আকাঙ্খা পূরণে দোয়া কবুলের সুবর্ণ সুযোগ থাকে মাহে রমজানের ইফতারের সময়ে। এ মাসের প্রথম অংশবিশেষ রহমত প্রাপ্তির, মধ্যম অংশবিশেষ ক্ষমা প্রাপ্তির এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তির বিশেষ সুযোগের সময়।

বস্তুত, ব্যক্তি, সমাজ ও জাতির কল্যাণ অর্জন ও পরকালীন কল্যাণ অর্জন, মহান আল্লাহ ও তাঁর রসুলের সন্তুষ্টি অর্জনের সুযোগ নিয়ে আসে মাহে রমজান। এ মাসের ফজিলত ও মর্যাদা অনন্য ও অতুলনীয়। এর অবদান বহুমাত্রিক ও সর্বজনীন। মহান আল্লাহ আমাদের এ কল্যাণ অর্জনের তৌফিক দিন।

 
Electronic Paper