ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুর্যোগে পাশে নেই নেতারা

শফিউল আজম টুটুল, ঝালকাঠী
🕐 ১:২৯ অপরাহ্ণ, মে ০৯, ২০২০

ঝালকাঠীতে করোনায় কর্মহীন মানুষের পাশে নেই বিএনপির সাবেক এমপি ও মন্ত্রীরা। জেলায় গত দুই মাসে তাদের কোনো ত্রাণ বিতরণের খবর পাওয়া যায়নি।

ঝালকাঠীর দুটি আসনের মধ্যে ঝালকাঠী-১ আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার শাহজাহান ওমর এবং ঝালকাঠী-২ আসনে প্রথমে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো পরে জীবা আমিনা খান মনোনয়ন পান। নির্বাচনের পরে শাহজাহান ওমর মাঝে মাঝে এলাকায় আসলেও ইলেন ভূট্টো ও জীবা আমিনা খান উধাও হয়ে যান।

এর মধ্যে শাহজাহান ওমর বিএনপি সরকারের সময় প্রতিমন্ত্রী এবং ইলেন ভূট্টো এমপি ছিলেন। এছাড়া ঝালকাঠীর-২ আসনের প্রার্থী জীবা আমিনা খানও ব্যক্তিগতভাবে শিল্পপতি হলেও করোনার এই দুর্যোগে ঝালকাঠীবাসী এদের দেখা পায়নি। স্থানীয় পর্যায় কয়েকজন নেতাকর্মীকে কিছু ত্রাণ বিতরণ করতে দেখা গেছে। 

এদিকে মনোনয়ন প্রত্যাশিদের পাশাপাশি ত্রাণ বিতরণে জেলা বিএনপিরও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যায়নি।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর খোলা কাগজকে বলেন, এই দুর্যোগে আমরা কোন মনোনয়ন প্রত্যাশির দেখা পাইনি। স্থানীয়ভাবে যেটুকু সম্ভব তা নেতাকর্মীরা চেষ্টা করছে।

 
Electronic Paper