ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বকবি

মিনহাজ উদ্দীন শরীফ
🕐 ৯:৫৮ অপরাহ্ণ, মে ০৮, ২০২০

একটি ছেলে উদিত হয় ঠাকুর পরিবারে;
ছড়া-কবিতা উপন্যাস, গানও লিখতে পারে।
পাখির মত ডানা মেলে বন-বাদাডে ওড়ে;
গল্প-নাটক রচনাতেই, এদিক-সেদিক ঘোরে।

জমিদারির ফাঁকে ফাঁকে লিখছে অবিরত;
মন ভরে যায় তারই লেখায়, যত পড়ি তত।
বঙ্গমাতার হীরার ছেলে, সবার মাথার তাজ;
দেশ-বিদেশে পরিচিত সেই ছেলেটি আজ।

প্রতিভা তার আকাশসম সবাই জানে-মানে;
ভালোবেসে তার ছবিটি রাখছে ভরে প্রাণে।
সাহিত্যে তার ছড়াছড়ি প্রতি অঙ্গে অঙ্গে;
অসীম গুণের অধিকারী, তিনিই তো বঙ্গে।

লিখতে গিয়ে হয়নি তার, একাডেমি পড়া;
তারই লেখায় আজকে তবে বই পুস্তক গড়া।
জোড়াসাঁকোর সেই ছেলেটা সবার প্রিয় রবি;
তোমায় আমি শ্রদ্ধা করি, ওগো বিশ্বকবি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper