ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৬ মে পর্যন্ত পুঁজিবাজার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:১৮ অপরাহ্ণ, মে ০৬, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি ছুটির সাথে সমন্বয় রেখে আগামী ১৬ মে পর্যন্ত দেশের পুঁজিবাজারের লেনদেন ও অফিসের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসইর কোম্পানি সেক্রেটারি সকল ট্রেক হোল্ডারদের এ তথ্য জানিয়েছেন।

এর ফলে করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে টানা এক মাস ২০ দিন পুঁজিবাজার বন্ধ থাকবে। তবে পুঁজিবাজারে লেনদেন চালু করার অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কমিশন অনুমতি দিলে আগামী ১০ মে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম চালু করা হবে।

 
Electronic Paper