ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মানবতার ‘পোনসাই কমপ্লেক্স’

এমদাদুল হক সরকার
🕐 ৭:৪১ অপরাহ্ণ, মে ০২, ২০২০

‘পোনসাই কমপ্লেক্স’। চান্দিনা উপজেলার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করছে সংগঠনটি।

মানবিক সমাজ তৈরির লক্ষ্য নিয়ে ‘পোনসাই বদলাবেই’ এই স্লোগান সামনে রেখে ২০১৭ সালে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পোনসাই গ্রামে প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ‘পোনসাই কমপ্লেক্স’ প্রতিষ্ঠা করেন।

এতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং পড়–য়া শিক্ষার্থীরা। সংগঠনের স্বেচ্ছাসেবকরা ধারবাহিকভাবে চান্দিনার ৩৬ টি গ্রামের নিম্ন আয়ের ৫০০ টি পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দিচ্ছে।

প্রতিটি পরিবারে বিতরণ করা হচ্ছে নগদ ৫’শ টাকা এবং সাথে একটি ফুড প্যাকে সাড়ে ১০ কেজি পণ্য- (চাউল-৫ কেজি, আটা -২ কেজি , ছোলা-১ কেজি, বুটের ডাল-১.৫ কেজি, মুড়ি-১ কেজি)।

প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমাদের এ সহযোগীতার হাত ভবিষ্যতে আরো বেশি প্রশস্ত করার চেষ্টা করবো। সুবিধাবঞ্চিতদের জন্য কাজ মানে কাউকে করুণা করা নয়, সুন্দর মানবিক সমাজ তৈরির জন্য এটা আমাদের দায়িত্ব।

 
Electronic Paper