ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাকেরগঞ্জে ঘর থেকে অ্যাম্বুলেন্সচালকের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
🕐 ১১:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে এক অ্যাম্বুলেন্সচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর বৈরমখার দীঘিরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত চালকের নাম জুলহাস হাওলাদার ওরফে মো. দুলাল হাওলাদার (৫৫)। তিনি আউলিয়াপুর গ্রামের মো. রোস্তম হাওলাদারের ছেলে। দুলাল পটুয়াখালী সদর মা ও শিশু হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. দুলাল হাওলাদারের স্ত্রী ও সন্তানরা চাকরির কারণে ঢাকায় বসবাস করেন। তিনি একাই উপজেলার বৈরমখার দীঘিরপাড়সংলগ্ন তার নিজ বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরে দুলাল বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে কোনো একসময় তার মৃত্যু হয়। বুধবার সারাদিন তার কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকার লোকজন ঘরে গিয়ে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ বাসার দরজা খুলে দুলাল হাওলাদারের মরদেহ উদ্ধার করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

 
Electronic Paper