ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরিশালে ১২ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
🕐 ৩:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

বিবিধ অভিযোগে বরিশালের বিভিন্ন স্থানে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত ১২ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বুধবার (২৯ এপ্রিল) সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী ও রুমানা আফরোজের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এসময় স্বাভাবিক মুল্যের চেয়ে বেশি মুল্য রাখা ও সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং নিরাপদ শারীরিক দুরত্ব বজায় না রাখায় ৭ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্র বানারীপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে বরিশাল সিটি করপোরেশেনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরের কাউনিয়া বিসিক এলাকার ফরসুন সু-ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা জরিমানা হয়।

 
Electronic Paper