ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনার মাঝে ডায়রিয়া

বতাগী (বরগুনা) প্রতিনিধি
🕐 ১০:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

বরগুনার বেতাগীতে করোনার মধ্যে ডায়রিয়ার প্রকোপে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার ৩৭ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং।

এদিকে হাসপাতালে রয়েছে স্যালাইন সংকট। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আসা ডায়রিয়া রোগীরা পড়েছেন বিপাকে।

একদিকে করোনা আক্রান্ত হয়ে একজন ডাক্তার হাসপাতাল কোয়ার্টারে আইসোলেশনে থাকায় হাসপাতাল জুড়ে এমনিতেই আতঙ্ক রয়েছে।

বেতাগী হাসপতালের চিকিৎসক রবীন্দ্রনাথ সরকার বলেন, প্রতিদিন ১০-১৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। এছাড়া গত তিন দিনে শতাধিক ডায়রিয়া রোগী এসেছে। চিকৎসা নিয়ে কিছু সংখ্যক রোগী বাড়ি গেলেও শয্যা সংকটের কারণে তাদের হাসপাতালে রাখা যাচ্ছে না। অনেক রোগীকে ফ্লোরেও থাকতে হচ্ছে।

এ বিষয় উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, করোনার মধ্যে হঠাৎ করে ব্যাপক ডায়রিয়া রোগী আসছে। স্যালাইনের অভাবে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

 
Electronic Paper