ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় হতাশ নাটক জগত

বিনোদন ডেস্ক
🕐 ১২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

ঈদ মানে আনন্দ। কিন্তু এবারের আনন্দে থাকছে না উচ্ছ্বাস। তার একটাই কারণ, করোনাভাইরাস। যা কি-না পৃথিবীর সকল কর্মকা-কে স্থবির করে দিয়েছে। রোজা ও তার পরবর্তী সময়ে  যে সে প্রভাবটা পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবুও চ্যানেলগুলো বসে নেই। নতুন পুরাতন মিলে দর্শকদের কিছু না কিছু করতে তার প্রস্তুত থাকবে এটাই স্বাভাবিক। তবে এতে হতাশ নাটক অভিনেতারা।

এ নিয়ে এনটিভির অনুষ্ঠান ও যোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা পাভেল ইসলাম বলেন, ‘এখনো তেমন কোনো প্রস্তুতি নেই। প্রথমত, সব রকম শুটিং স্থগিত। আমাদের নিজস্ব নাটকগুলো গত মাসেই প্রস্তুত করা ছিল।’

এটিএন বাংলার অনুষ্ঠান এবং সম্প্রচার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কে এম মাহমুদ বলেন, ‘এই মুহূর্তে আমরা কাউকে নতুন করে শুটিংয়ের কথা বলতে পারি না। এ অবস্থায় নতুন-পুরোনো মিলিয়ে আমাদের নাটক প্রচার হবে।’

বাংলাভিশন, আরটিভি, মাছরাঙা টিভিসহ বেশ কয়েকটি টেলিভিশনের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদের অনুষ্ঠানমালায় নতুন নাটক প্রচারে কিছুটা ব্যত্যয় ঘটবে।

অভিনয়শিল্পী মোশাররফ করিম বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না। ১৭ মার্চের আগে ১০ থেকে ১৫টি নাটকের কাজ শেষ করেছিলাম। সেগুলো হয়তো ঈদে প্রচারিত হতে পারে।’

এ নিয়ে অভিনেতা চঞ্চল বলেন, ‘দুই ঈদকে কেন্দ্র করেই আমরা সবাই ব্যস্ত থাকি। এটা কাজের মৌসুম। মাত্র কাজ শুরু হয়েছিল।

ঈদকে সামনে রেখে আমাদের প্রচুর কাজ হয়। ইন্ডাস্ট্রির এতগুলো চ্যানেল, এত নির্মাতা, আর্টিস্ট, এত টেকনিশিয়ানÑ সবাই এখন বেকার।’

অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী বলেন, ‘এবার মনে হয় না নতুন কোনো কাজ প্রচারিত হবে। আগে অল্প কিছু নাটক করা ছিল, সেগুলো হয়তো যাবে।’

নির্মাতা সাগর জাহান বলেন, ‘আমরা উন্মুখ হয়ে থাকি ঈদের ভালো কাজ নিয়ে। এবার হবে না। এবার ঈদ নাটক নিয়ে আমার আগ্রহ অন্য জায়গায়।’

টেলিহোমের কর্ণধার আলী বশীর বলেন, ‘আমরা মাত্র কাজ শুরু করেছিলাম। সেগুলো করোনার কারণে বাতিল করতে হয়েছে। ঈদের আগে নতুন করে শুটিং করার কোনো সম্ভাবনা আছে কি না কেউ জানি না।’

টেলিভিশন প্রযোজকদের সভাপতি ইরেশ যাকের বলেন, ‘প্রতি বছর ঈদের জন্য সাতশ’ থেকে আটশর বেশি নাটক নির্মাণ করা হয়। এই সময়ের আয় দিয়েই অনেকে বাকি সময় চলেন। সেই জায়গা থেকে আমাদের অনেক সহকর্মীদের সমস্যা হবে।

 
Electronic Paper