ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বুন্দেসলিগা মাঠে গড়াতে প্রস্তুত

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

করোনার দুঃসময়ে স্বস্তির খবর মিলছে জার্মানিতে! দেশটি করোনাভাইরাস প্রতিরোধে বেশ সফল। কমে আসছে মৃতের সংখ্যা। আর তাতেই ফুটবল মাঠে নামানোর ভাবনা করছে জার্মানি। এবং তা শুরু হতে পারে মাসের শুরুতেই। এর জন্য প্রস্তুত বুন্দেসলিগা।

জার্মান ফুটবল লিগ (ডিএফএল) জানিয়েছে- ‘ফুটবল মৌসুম শেষ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। দেশটির ৩৬টি পেশাদার ফুটবল ক্লাবের কর্তারা বৃহস্পতিবার বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত হয় ৯ মে থেকে বুন্দেসলিগা শুরুর। ডিএলএল এখন তাকিয়ে আছে জার্মান সরকারের দিক। গ্রীন সিঙ্গাল পেলেই শুরু হয়ে ফুটবল উত্তেজনা। ডিএফএলের প্রধান নির্বাহী (সিও) ক্রিশ্চিয়ান সেইফার্ট জানিয়েছেন- ‘যদি ৯ মে থেকে শুরু আমরা প্রস্তুত। যদি এরপরেও হয়, তবু আমরা তৈরি আছি। এরাজনীতিবিদরা কি সিদ্ধান্ত নিবেন, আমরা তারই অপেক্ষায় আছি। কখন শুরু হবে- সেই সিদ্ধান্ত আমরা দিতে পারি না।’

 
Electronic Paper