ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লকডাউন আমাকে বহু কাঁদিয়েছে : সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক
🕐 ১২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

নাম সঞ্জয় দত্ত। ছিলেন দুর্দান্ত অভিনেতা। যেমন আবেগীয়, তেমনি ছিলেন অ্যাকশন সিনেমাতেও হিরো। আবার বিভিন্ন ঘটনায় তাকে মামলা-হামলার স্বীকারই শুধু নয়, রীতিমতো জেল খাটতে হয়েছিল বছরের পর বছর। জেলে গিয়ে আট ফুট বাই দশ ফুটের একটি সেলেও বাস করতে হয়েছিল তাকে।

১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলার ঘটনায় তাকে চার বছর তিন মাস ১৪ দিন কারাগারে রাখা হয়। অভিনয় ক্যারিয়ারের স্বর্ণালীযুগের অনেকটা সময় তার কারাগারে কেটে যায়। তাইতে করোনার এই সময় এসে তিনি মনে করিয়ে দিলেন নিজের অতীত করোনাকাল সময়গুলো।

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, ‘অতীতে আমার জীবনের দীর্ঘ সময় লকডাউনে কাটিয়েছি। বহুবার কাঁদিয়েছে আমাকে সেসব দিন। তখন এবং এখনও আমি আমার পরিবারকে মিস করছি। আমার জন্য তারাই সব। তবে টেকনোলজিকে ধন্যবাদ। ভিডিও কলে ভার্চুয়ালি তাদের দেখতে পারি, কথা বলতে পারি সারাদিনে অনেকবার। কিন্তু তবুও খুব মিস করছি। এই সময়টা শিক্ষা দিয়েছে যে জীবন ভঙ্গুর এবং ভালোবাসার মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর মূল্য অনেক।’

নিজের জীবনের পরিবর্তন তিনি বলেন, ‘কোনো পরিবর্তন চাই না। তবে হ্যাঁ, আমার পরিবারকে এক ছাদের নিচে পেতে চাই। আমার জীবন যেভাবে চলছে, তা নিয়ে আমি সন্তুষ্ট। অপেক্ষা করছি লকডাউন শেষ হওয়ার এবং পরিবারকে কাছে পাওয়ার।’ তিনি আরও বলেন, ‘অভিনয়ের জন্য শরীর এবং মন দুটোই লাগে। এই আইসোলেশনের কারণে আমি আমার ব্যাটারি রিচার্জ করার সুযোগ পেয়েছি। বিশ্রাম নিতে পারছি এবং পরবর্তী চরিত্রগুলোর জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার সময় পেয়েছি। জটিল চরিত্রগুলোতে অভিনয়ের প্রস্তুতির জন্য অনেক সময় এবং শক্তি লাগে। এই চরিত্রগুলোই আমার ভালো লাগে।’

সঞ্জয় বলেন, ‘সময় অনেক মূল্যবান। এই মহামারি আমাদের শেখাচ্ছে, যখন সময়ের বিলাসিতা থাকে, তখন অনেক কিছুই করা যায়।’

 
Electronic Paper