ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় আদালতেও সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতেও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর প্রধান বিচারপতি আদেশে  এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন।

এতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ, ১ এপ্রিল এবং ৫ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় ১০ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ হতে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের ২৪ মার্চ এবং ১ ও ৬ এপ্রিলের বিজ্ঞপ্তিতে ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ হতে ২৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। 

আগামী ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও সাধারণ ছুটির সঙ্গে সংযুক্ত থাকবে।

 
Electronic Paper