ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতীয় গরুর মাধ্যমে করোনা সক্রমণের শঙ্কা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
🕐 ১২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

করোনা ভাইরাসের কারণে দেশ যখন স্থবির তখন নীলফামারীর ডিমলায় ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অবৈধ পথে গরু আনায় ব্যস্ত। এভাবে চলতে থাকলে ভারতীয় গরুর মাধ্যমে করোনা সক্রমণের আশঙ্কা রয়েছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিযনের চরখড়িবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাকারবারীরা গরু আনার সময় চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা চারটি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

চরখড়িবাড়ী ক্যাম্পের নায়েক সুবেদার শাহ আলম বলেন, সীমান্ত দিয়ে যেন মানুষ অথবা পণ্য আসতে না পারে সে বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার রাত ২টায় টহলরত অবস্থায় ভারতীয় সীমান্ত তিস্তাবস্তি হতে বাংলাদেশের টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী সীমান্ত দিয়ে চোরাকারবারীদের কাছ থেকে চারটি গরু আটক করা হয়। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 
Electronic Paper