ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরগুনায় ২২ কয়েদিকে মুক্তির প্রস্তাব

বরগুনা প্রতিনিধি
🕐 ১০:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

বরগুনার জেলা কারাগারে দীর্ঘদিন সাজা খাটাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২২ জন কয়েদিকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব কারা অধিদফতরে পাঠানো হয়েছে বলে গত বৃহস্পতিবার জানান, কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। পরে এটি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

বরগুনার জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে বরগুনা জেলা কারাগার থেকে ২২ জন কয়েদিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে লঘু অপরাধে ১৯ জন এবং দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত কয়েদি তিনজন।

তিনি আরও জানান, করোনার কারণে সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এ প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরগুনার জেলা কারাগারে ১৮৪ জন ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে ৪০৬ জন কয়েদি রয়েছেন। তাদের দেখভাল করার জন্য কারারক্ষী ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন মোট ৭৯ জন।

এদিকে করোনা ঝুঁকি এড়াতে কয়েদি ও বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাত করা অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।

এছাড়া কারাগারের ভিতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে নানা পদক্ষেপ নিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ।

 

 
Electronic Paper