ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বান্দরবানে নববর্ষের অনুষ্ঠান স্থগিত

বান্দরবান প্রতিনিধি
🕐 ১০:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

করোনা ভাইরাসের বিস্তার রোধে বান্দরবানে বাংলা নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দের জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

তিনি বলেন, বিশ্বে এখন করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ইতোমধ্যে বাংলাদেশেও এটা ভয়াবহ আকার নিচ্ছে। তাই দেশ ও জাতির স্বার্থে বান্দরবান জেলায় বাংলা নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

নববর্ষ উপলক্ষে বান্দরবান জেলার ৪১৮টি বৌদ্ধ বিহারে অবস্থারনত বৌদ্ধ ভিক্ষুদের পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নববর্ষের শ্রদ্ধা দান হিসেবে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

নববর্ষ উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় কয়েকদিনব্যাপী নানা উৎসবের আয়োজন করে থাকে। কিন্তু এবার করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা থাকায় আমরা বৌদ্ধ বিহারের সঙ্গে কথা বলে অনুষ্ঠান স্থগিত করেছি।

 
Electronic Paper