ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাবলিগের সাত ভারতীয় কোয়ারেন্টাইনে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ০৮, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে তাবলিগ জামাতের সাত ভারতীয় নাগরিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্র্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি তাবলিগ জামাতে অংশ নিতে ভারত থেকে বাংলাদেশে আসেন ওই সাতজন। পরে ৩৩ দিন পটুয়াখালী, ১৮ দিন কলাপাড়া ও আট দিন গলাচিপা থাকার পর তারা রাঙ্গাবালীতে অবস্থান করছিলেন।

সর্বশেষ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন ধরে ফুলখালী গ্রামে অবস্থিত তাবলিগ জামায়াতের নির্ধারিত একটি ঘরে অবস্থান করেন ভারতীয়রা। এমন খবরের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের হোম কোয়ারেন্টানে থাকার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, করোনার ঝুঁকি এড়াতে তাবলিগ জামাতে আসা সাত ভারতীয়কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা সেখানে অবস্থান করবেন।

তারা যেখানে আছেন, সেখানে লোকজন আসা যাওয়া করতে নিষেধ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত তারা সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন।

 
Electronic Paper