ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লালমোহনে করোনা সন্দেহে বাড়ি লকডাউন

ভোলা প্রতিনিধি
🕐 ১১:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ০৭, ২০২০

করোনা ভাইরাস সংক্রান ঝুঁকি এড়াতে ভোলার লালমোহনে একটি বাড়ির ৯টি ঘর লকডাউন করা হয়েছে।

ঢাকার নারায়নগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত একটি বাড়ি থেকে নাজিম নামের ওই যুবক পালিয়ে আসার পর নিজ গ্রামের বাড়ি লকডাউন করা হয়।

ওই যুবকের করোনা সংক্রামন থাকতে পারে এমন সন্দেহে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন বাড়ি লকডাউন করে দেয়।

পালিয়ে আসা যুবককে আলাদা ঘরে রাখার পাশাপাশি পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত পৌর ৯ নাম্বার ওয়ার্ডের কালাগাজী বাড়িটিও লকডাউনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি জানান, ঢাকার নারাগঞ্জ থেকে পালিয়ে আসা যুবকের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে। যতদিন পর্যন্ত ওই যুবককে চিকিৎসকগন নিরাপদ মনে না করবে, ততদিন পর্যন্ত পুরো বাড়ি লকডাউনে থাকবে। এ জন্য সেখানে দুইজন গ্রাম পুলিশকে সার্বক্ষনিক মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, সকালেই নারায়নগঞ্জ থেকে এসেই যুবক নিজ বাড়িতে আত্নগোপনে ছিলো, তাকে খুঁজে বের করে লকডাউন করা হয়।

এদিকে করোনা সন্দেহে বাড়ি লকডাউনের খবরে উপজেলার ওই এলাকাটিতে নতুন করে আশঙ্কা সৃস্টি হয়েছে।

 

 
Electronic Paper