ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা নিয়ে ভীতি ছড়াবেন না

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
🕐 ১১:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ০৬, ২০২০

করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন নওগাঁর আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন।

তিনি বলেন, ‘করোনা নিয়ে কোনো ধরনের ভীতি ছড়াবেন না, সচেতন হোন। ঘরে থাকুন, নিজের পরিবার ও দেশের মানুষকে সুরক্ষিত রাখুন।’

সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ রোধে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

মোসলেম উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা মেনে চলে আপনারা সবাই ঘরেই থাকুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। আপনাদের চাহিদা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। পুলিশ আসতে দেখলে ঘরে ঢুকে যাওয়া আর চলে গেলে বাইরে চলে আসা এ ধোকা আপনি পুলিশকে নয় নিজের পরিবার দেশ আর নিজেকেই দিচ্ছেন।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ রোধে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিতের দায়িত্ব শুধু প্রশাসনের নয় আপনার আমার সকলের। আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ এ ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মৃত্যুপুরিতে পরিণত হবে।

 
Electronic Paper