ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত বাঘ

আন্তর্জাতিক
🕐 ৩:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ০৬, ২০২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় নাদিয়া নামের একটি স্ত্রী লিঙ্গের বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এই প্রথম কোনো প্রাণী কোভিড-১৯ এ আক্রান্ত হলো।

দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটি (ডাব্লুসিএস) রোববার (৫ এপ্রিল) এক বিবৃতিতে জানায়, নাদিয়া নামের চার বছর বয়সী স্ত্রী লিঙ্গের মালায়ান বাঘের শুকনো কাশি হচ্ছিল এবং ক্ষুধা কমে গিয়েছিল । পরে চিকিৎসার জন্য বাঘটিকে জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে নেওয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে।

মেইল অনলাইন নিউজ জানায়, নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় যে ব্যক্তি বাঘটিকে দেখভাল করতো তার মাধ্যমে করোনা সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটি জানিয়েছে, চিড়িয়াখানায় নাদিয়ার বোন আজুল, দুটি আমুর বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহসহ ছয়টি বিড়ালের মধ্যে করোনার লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তারা কেউই এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত নয়। প্রাণঘাতী করোনার বিস্তার ঠেকাতে গত ১৬ মার্চ থেকে ব্রঙ্কস চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

 
Electronic Paper