ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মানব সভ্যতার নতুন উপলব্ধি আফসানার

বিনোদন প্রতিবেদক
🕐 ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ০৫, ২০২০

আশির দশকের ছোট পর্দা কাপানো নায়িকা। ছিলেন অনেকের স্বপ্নপরী। নাম আফসানা মিমি। সর্বদা মৃদুহাসি লেগেই থাকতো গালজুড়ে। আজিজুল হাকিমের সঙ্গে তার একাধিক নাটক দর্শক হৃদয় ছুঁয়েছে।

করোনা নিয়ে এবার তিনিও মুখ খুলেছেন, ‘আমার মনে হয়, এ সময় আমাদের প্রধানতম জায়গা আত্মশুদ্ধি বাড়ানো। কদিন আগেও আমরা খুবই অস্থির ছিলাম।

এখন সবাই স্থির। আমাদের হাতে এখন অনেক সময়। আমরা পরিবারের পাশে থাকতে পারি। সম্পর্কগুলোকে যত্ন নিতে পারি। ঘরের অনেক কাজ ছিল, সেগুলো করা হতো না, গৃহপরিচালিকার ওপর নির্ভর ছিলাম; সেগুলো এখন নিজেই দায়িত্ব নিয়ে করছি।

এটাও আমার কাছে মনে হয় নতুন উপলব্ধি। আমার মনে হয়, পুরো মানব সভ্যতার একটা নতুন উপলব্ধি হবে। আমার মনে হচ্ছে করোনার কারণে সারা বিশ্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। মানবিক ও সুন্দর পৃথিবী গড়ে উঠবে। অপরিসীম অমঙ্গল থেকে হঠাৎ একটা ভীষণ মঙ্গল কিছু বের হয়ে আসবে। এই করোনা ওলট-পালট পৃথিবীর মধ্য দিয়ে হয়তো মানবসভ্যতার কোনো নতুন উপলব্ধি হবে। সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হবে।

 

 
Electronic Paper