ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আশঙ্কায় কিউইদের বাংলাদেশ সফর

ক্রীড়া ডেস্ক
🕐 ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ০৩, ২০২০

আগষ্টেই বাংলাদেশ সফরের কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। সফর হতে এখনো চার মাস বাকি। কিন্তু এরই মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে কিউইদের বাংলাদেশ সফর নিয়ে। করোনায় যেখানে সেপ্টেম্বরের টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে পড়ছে, সেখানে দ্বিপাক্ষীয় সফর স্থগিত হওয়াটা সময় সাপেক্ষ হতেই পারে। করোনায় সব কিছুই এখন হুমকির মুখে। ক্রীড়াঙ্গনের সব কিছুতেই জট বেঁধেছে।

সামনে ব্যস্ত সূচি নিউজিল্যান্ডের। জুন-জুলাই মাসে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আগষ্টে বাংলাদেশ সফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা কেন উইলিয়ামসনদের। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি সব ভেস্তে দিতে পারে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যারা খেলার সঙ্গে জড়িত। তাদের বড় চিত্রটা দেখতে হবে। করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বন্দি। এখন শুধু আমাদের লোকজনের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তা নয়, আমাদের সমাজেরও ভালো দেখতে হবে।’

ইতিমধ্যে নিউজিল্যান্ড নারী দলের শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়েছে, যা এপ্রিলের শেষে হওয়ার কথা। তবে নিউজিল্যান্ডের ভাগ্য ভালো যে তাদের ক্রিকেট মৌসুম শেষ হওয়ার পরই করোনা ভাইরাস আঘাত হানে। ঘরের মাঠে দ্বিপাক্ষিক কোনো সিরিজ স্থগিত করতে হয়নি কিউইদের, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভালো। আমরা যখন গ্রীষ্মের শেষে এসে পড়েছিলাম, তখন এই সংকট দেখা দেয়।’

আপাতত নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে। প্রধান নির্বাহী হোয়াইট বলেছেন, ‘আমরা বুঝতে পারছি সব বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটের সমস্যা হচ্ছে। এখন আমাদের মনোযোগ নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করা।’

 
Electronic Paper