ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হ্যান্ড স্যানিটাইজার তৈরী করছে খুবির ফার্মেসি বিভাগ

খুবি প্রতিনিধি
🕐 ১০:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ০৩, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় হ্যান্ড স্যানিটাইজার তৈরী করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফার্মেসি বিভাগ।  এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ফর্মুলায় এটি তৈরী হচ্ছে বলে শুক্রবার (০৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান ড. আশীস কুমার দাশের নেতৃত্বে ১০ শিক্ষক ও ২০ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত দু’টি টিম ল্যাবে এ কার্যক্রম পরিচালনা করছে। প্রথম পর্যায়ে তারা ১০০ মিলি লিটারের সাড়ে ছয় হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রমের সার্বক্ষণিক সমন্বয়ক হিসেবে খুলনার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মো. ইকবাল হাসান কাজ করছেন।

মো. ইকবাল হাসান জানান, এসব হ্যান্ড স্যানিটাইজার ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী, চেয়ারম্যান, ইউপি সদস্য, স্বাস্থ্যকর্মী ও গ্রাম পুলিশসহ যারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন তাদের বিনামূল্যে বিতরণ করা হবে।

 
Electronic Paper